লুমিয়ার নতুন দুটি ফোন বাজারে

মাইক্রোসফট। লুমিয়া ৬৪০XL ফ্যাবলেট সাথে জিস ক্যামেরা(Zeiss) এবং লুমিয়া ৬৪০ দুটোতেই থাকছে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ আপডেটের সুবিধা।

স্মার্টফোন দুটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক জিবি র‍্যাম সুবিধা। লুমিয়া ৬৪০XL এর দাম পড়বে ১৯০ ইউরো (এক ইউরো= ৮৬.৯২ টাকা)। এই থ্রিজি ফেনটিতে থাকছে ৫.৭ ইঞ্চি ক্লিয়ার ব্ল্যাক HD IPS স্ক্রিন। ১৩ মেগাপিক্সেল ক্যামেরা Zeiss f/2.0 লেন্স। এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। উভয় ক্যামেরাতেই ১০৮০p কোয়ালিটির ভিডিও ধারণ করা যাবে।

লুমিয়া ৬৪০ মডেলের ফোনটি আকৃতিতে একটু ছোট। ৫ ইঞ্চি HD IPS সিপ্লের মোবাইলটির দাস পড়বে ১৪০ ইউরো। তবে এতে জিস ক্যামেরা নেই। মূল ক্যামেরা ৮ মেগাপিক্সেল এতে ১০৮০p কোয়ালিটির ভিডিও ধারণ করা যায়। ১ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় ৭২০p কোয়ালিটির ভিডিও ধারণ করা যাবে।

দুটো ফোনেই রয়েছে ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই।

দুটি ফোনেই মাইক্রোসফটের অনলাইন স্টোরেজ ওয়ানড্রাইভে এক টেরাবাইট জায়গা ফ্রি এবং Office 365 এক বছরের জন্য ফ্রি পাওয়া যাবে।

গত ২ মার্চ থেকে স্পেনের বার্সোলেনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ট্রেড শো উপলক্ষে ফোন দুটি অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply