ভেষজ উপায়ে ত্বকের যত্ন বা রূপচর্চা (বেসন )

যাদেরকে বাইরে কাজ করতে হয় তাদেরকে তো রোদের উত্তাপও ভোগ করতে হয় । যার কারনে দেহের চামড়া পুড়ে অনেক সময় কালো / কালচে হয়ে যায় । রোদের কারণে পুড়ে যাওয়া দেহের চামড়া, একটু যত্ন নিলেই আগের মত হয়ে যাবে । আবার যাদেরকে প্রতিদিন রান্নার কাজ করতে হয় তাদেরও চুলার গ্যাস এর কারনে দেহের চামড়া পুড়ে কালো হয়ে যায় । আর সে ক্ষেত্রে বেসন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

বেসন কি ? ছোলার ডাল গুড়ো করে বেসন তৈরি করা হয় । হাতের কাছের যে কোন দোকানে চাইলে পাবেন রেডিমেট বেসন ।

আজ আমি আমার লেখায় তুলে ধরবো বেসনের ব্যবহার । বেসন দিয়ে কিভাবে নিতে পারেন ত্বকের যত্ন এবং এর উপকারিতাই বা কি আর বেসন ব্যবহারে কি ধরনের সাবধানতা মেনে চলা উচিত সেই সব নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব । আশাকরি সবার কাজে আসবে।

ব্যবহার পদ্ধতিঃ

১.বেসন ২ চা চামচ + পরিমাণমত পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান । শুকানোর পর ধুয়ে ফেলুন ।
এতে মুখের তৈলাক্ত ( তেলতেলে ) ভাবটা কমে যাবে । উজ্জ্বলতা বাড়বে।
এটি সপ্তাহে ৪ দিন করতে পারবেন ।

২.বেসন ১ কাপ + হলুদের গুড়ো আধা চা চামচ + (লেবুর রস ২ চা চামচ + সামান্য মধু ) + প্রয়োজন মত পানি
সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে পেস্ট এর মত করে নিন ।
এবার এই মিশ্রণ টি পুরো শরীরে লাগান । একটু শুকিয়ে তারপর ধুয়ে ফেলুন ।
এতে শরীরে ত্বক হবে মসৃণ এবং উজ্জ্বল ।

লেবুর রস ব্যবহার করলে একটু মধু মিশিয়ে নিবেন কারন লেবুতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে । আর মধু সেই অ্যাসিডিক উপাদান কে ধ্বংস করে দেয় ।

সাবধানতাঃ

১.জোরে জোরে ঘষতে যাবেন না এতে হিতে বিপরীতও হতে পারে ।
২.রোজ রোজ এটা করতে যাবেন না এতে ত্বকের উপকারের চাইতে ক্ষতি হয়ে যাবে ।

Leave a Reply