4k ডিসপ্লের ফোনে ২৩ মেগাপিক্সেলের ক্যামেরা

বিখ্যাত ইলেকট্রোনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি এক্সপেরিয়া সিরিজে নতুন একটি ফোন এনেছে। ফোনটির মডেল এক্সপেরিয়া জেড ৫ প্রিমিয়াম। ফোনটির বড় বিশেষত্ব হচ্ছে এটির ডিসপ্লে ফোরকে মানের। ফোনটি সিঙ্গেল এবং ডুয়েল সিম ভার্সনে পাওয়া যাবে।

সনির এই ফ্লাগশিপ ফোনটিতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির ফোরকে ট্রিলুমিনোস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৩৮৪০x ২১৬০ পিক্সেল।

ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মোমোরি ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির ব্যাটারি ৩৪৩০ মিলিঅ্যাম্পায়ারের। এতে কোয়ালকমের ফাস্ট চার্জি টেকনোলজি আছে। ফলে দ্রুত চার্জ দেয়া যাবে। বিশেষ ফিচার হিসেবে ফোনটিতে আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

জেড ৫ প্রিমিয়াম ফোনটির রিয়ার ক্যামেরা ২৩ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ক্যামেরায় সনির  ১/২.৩ এক্সমোর সেন্সর আছে।

২১ অক্টোবর থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। এটির দরদাম এখনো জানা যায়নি।

Leave a Reply