ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের অস্তিত্ব নেই

মহাবিশ্বে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন এক খ্যাতনামা মহিলা বিজ্ঞানী। চ্যাপেল হিলের নর্থ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দ্যা কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্টিস্টের অধ্যাপক লরা মেরসিনি-হাফটন এ দাবি করেছেন। তিনি বলেন, মহাবিশ্বে কৃষ্ণ গহ্বর টিকতে পারে না এবং এ  বিষয়ে গাণিতিক প্রমাণ তার কাছে আছে।

graoএর আগে মনে করা হতো, যে সব নক্ষত্রের ভর সূর্যের চেয়ে দশ গুণ বা তার বেশি, তাদের ক্ষেত্রে এক আশ্চর্য ঘটনা ঘটে। তা হলো নক্ষত্রটি সংকোচন হতে শুরু করে এবং ভরের ঘনত্ব বেড়ে যেতে থাকে। তার ফলে মাধ্যাকর্ষণ শক্তি এতটা বেড়ে যে সেখান থেকে আলো পর্যন্ত বেরিয়ে আসতে পারে না। আর এ অবস্থাকে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলা হয়।

কিন্তু নতুন গবেষণা ভিত্তিতে বলা হচ্ছে, মৃত প্রায় নক্ষত্র এতো বেশি ভর হারায় যে তা আর ব্ল্যাক হোলে পরিণত হতে পারে না। তার আগেই নক্ষত্র স্ফীত হয়ে ওঠে এবং বিস্ফোরিত হয়।

এ দাবি প্রতিষ্ঠিত করার মতো গাণিতিক প্রমাণ আছে রয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক লরা মেরসিনি-হাফটন। তার দাবি সত্য হলে পদার্থবিদদেরকে মহাবিশ্ব সৃষ্টি সংক্রান্ত তত্ত্ব বাতিল করতে হবে।

Leave a Reply