ইতিহাসে অত্যন্ত বিরল ছবি

index439

১৮০০ সালের পর থেকেই মূলত ফটোগ্রাফির সুত্রপাত হয়। এর ধারাবাহিকতায় প্রযুক্তির উন্নয়নে ফটোগ্রাফি পেয়েছে উৎকর্ষতা এবং এসেছে সবার নাগালের মধ্যে। এখন স্বল্প দামের মোবাইল ফোনেও ফটোগ্রাফির কাজটি অনেক সহজেই করা যায়। আবার বর্তমানে DSLR এর কল্যাণে ফটোগ্রাফি পেয়েছে একটি অনন্যতা। ফটোগ্রাফির এত বছরের সুদীর্ঘ ইতিহাসে কিছু ছবি তো আছেই, যারা একটা অন্যরকম স্থান দখল করে রেখেছে। যেমন প্রথম তোলা আলোকচিত্র, প্রথম রঙিন ছবি, চাঁদ থেকে তোলা পৃথিবীর ছবি ইত্যাদি আরও কত কী! সেগুলোর মাঝ থেকে আসুন দেখে নেই ৬টি বিরল ছবি।

১)চাঁদ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবিঃ
মহাকাশচারী এবং প্রযুক্তিবিদগণের কল্যাণে আমরা প্রথম চাঁদ থেকে তোলা পৃথিবীর ছবি দেখতে পাই ১৯৬৮ সালের অ্যাপোলো ৪ এর মিশনে তোলা ছবিগুলোর কল্যাণে।
tt

২)প্রথম আলোকচিত্রঃ
ছবিটি তোলা হয়েছে আনুমানিক ১৮২৬ অথবা ১৮২৭ সালে।ফরাসি বিজ্ঞানী নিসেফর নিপসে ছবিটি তোলেন।এখন এখন পর্যন্ত টিকে থাকা এটিই প্রাচীন আলোকচিত্র।এটাকে বলা হয়ে থাকে “হ্যালিগ্রাফ”।
rr

৩)প্রথম শহরের আলোকচিত্র, সাথে মানুষঃ
প্যারিসের ব্যস্ত রাস্তায় ১৮৩৮ সালে ছবিটি তোলেন লুই দাগুয়েরে।
rr

৪)প্রথম সেলফিঃ
বিশ্বের প্রথম সেলফি তোলেন রবার্ট কর্ণীলিয় ১৮৩৯ সালে।
ff

৫)প্রথম রঙিন ছবিঃ
স্কটিশ পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রথম তার ক্যামেরায় রঙ্গিন ছবি তোলেন ১৮৬১ সালে।
tt

৬)প্রথম প্রাকৃতিক দৃশ্যের রঙিন ছবিঃ
বিশ্বের প্রথম প্রাকৃতিক দৃশ্যের রঙিন ছবি তোলেন লুই আর্থার ১৮৭৭ সালে ফ্রান্সে।
ee

Leave a Reply