পিসি দিয়ে গুগল প্লে থেকে নামান এন্ড্রএড অ্যাপস

আমি প্রযুক্তিগত জিনিসপত্রের অনেক ভক্ত এবং টিউনারপেজ এর বিভিন্ন পোস্ট অনেকদিন ধরে পরে আসছি ……আমি আজকে এন্ড্রএড মোবাইল সেট নিয়ে একটি ট্রীক দেখাব……আপনারা অনেকেই হয়তো এই ট্রীক টি জানেন……তাই যারা জানেন না তাদের জন্য………

আমরা যারা এন্ড্রএড মোবাইল ব্যবহার করি তারা সাধারনত গুগল প্লে থেকে মোবাইল সেট এর ডাটা কানেকশন দারা অ্যাপস গুলো নামিয়ে থাকি………এতে মোবাইল এর অনেক্ক মূল্ল্যবান ডাটা খুব তারাতারি শেষ হয়ে যায় এবং ডাটা কিনতে ও মোবাইল অপারেটর রা আমাদের অনেক টাকা চার্জ করে………আর নয় …এই  ট্রীকটির সাহাজ্জে আমরা সবাই এখন আমাদের পিসি দিয়ে পছন্দের অ্যাপটি নামিয়ে নিতে পারব খুব সহজে ………এই  ট্রীকটি কাজ করাতে আপনার পিসি তে গুগল ক্রোম লাগবে……এবং আপনার মোবাইল এ আগে থেকেই যে কোন ধরনের ফাইল ম্যানেজার থাকা লাগবে জার সাহাজ্জে আপনি আপনার মোবাইল এ নামানো (এপিকে) ফাইলটি ইন্সটল করতে পারবেন……তাহলে আসুন শুরু করা যাক……আগে থেকে বলে রাখা ভাল যে এই  ট্রীক  এর দারা কোন পেইড অ্যাপ নামান সম্ভব না……পেইড অ্যাপ এর জন্য গুগল মামার হেল্প নিন …

প্রথমে এই লিঙ্ক  এ যান এবং ওখানে দেয়া নির্দেশনা অনুযায়ী আপনার ব্রাউজার টিকে মড করুন

লিংক

কাজ হয়ে গেলে নামান এপিকে ফাইলটি আপনার ফোন এর মেমরি কার্ডে  রাখুন এবং  ফাইল ম্যানেজার দিয়ে অ্যাপ টি ইন্সটল করুন …নিচে ছবিসহ এপিকে ইন্সটল করার নির্দেশনা দেওয়া হল ………
প্রথমে প্লে স্টোর আইকন এ টাপ করুন এবং সার্চবার এ “astro file manager” লেখে সার্চ দিন এবং ডাউনলোড+ইন্সটল হতে দিন …।এর পরে পিসি দিয়ে নামানো এপিকে ফাইলগুলো মেমোরি তে রাখুন এবং “astro file manager” দিয়ে মেমোরি ব্রাউস করে এপিকে ফাইল গুলো ইন্সটল করুন এবং উপভোগ করুন আপনার এন্ড্রএড সেটটির বিভিন্নো উপকারিতা ……

টিউনারপেজ এ প্রথম পোস্ট করলাম।।আশা করি আপনাদের ভাল লাগবে এবং উপকারে আশবে…লেখাতে ভুল থাকলে সম্মানীও টিজে রা ক্ষমা করবেন ..ধন্যবাদ…

Leave a Reply