ছবিতে সাদা কালো, আর রঙ্গিন, একত্রে ইফেক্ট দিন, না দেখলে মিস করবেন।

 প্রথম ধাপ
মেনু থেকে Image>Adjustment>Auto Levels কমান্ড দিন। ফলে অটোমেটিক Level সেটিংস হবে। আবারও Image>Adjustment>Auto Contrast দিন। শেষ হলে আবারও Image>Adjustment>Auto Color দিন।
দ্বিতীয় ধাপ
এবার Filter>Noise>Dispeckle কমান্ড দিন, ফলে আপানর ইমেজ আরও Smooth হবে। এবার আপনার ছবিকে আরও জিবন্ত করুন। Filter.Sharpen>Unsharp Mask দিন। Amount=15, Radius=235 করুন।
তৃতীয় ধাপ
এবার মেনু থেকে Image>Mode>Grayscale কমান্ড দিন । আবার মেনু থকে Image>Mode>RGB Color করুন।
চতুর্থ ধাপ।
টুল বক্স থেকে History Brush সিলেক্ট করুন। এবার যে অংশ গুলির কালার ফিরিয়ে আনতে চান সেখানে ক্লিক করুন। খুব সাবধানে।
যদি বেশী ভুল করে ফেলেন তবে একত্রে Ctrl+Alt+Z দিন। উপরের ছবির মত আপানর ছবিও করতে পারবেন। এর পরও না বুঝলে নিচের ভিডিও টা দেখুন। একবারে পানির মত ক্লিয়ার হয়ে যাবে।

Leave a Reply