“চাইনিজ” পাকোড়া শীতের সবজি দিয়েই তৈরি করুন”

উপকরণ:

১ কাপ বাঁধাকপি কুচি

১ কাপ পেঁয়াজ কলি কুচি

১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট

৩ টেবিল চামচ ধনে পাতা কুচি

২টি কাঁচা মরিচ কুচি

১ চা চামচ সয়াসস

১/২ চা চামচ ভিনেগার

৩ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার

৬ টেবিল চামচ ময়দা

লবণ

গোলমরিচ গুঁড়ো

তেল ভাঁজার জন্য

সস তৈরির জন্য

২ টেবিল চামচ টমেটো কেচাপ

১ টেবিল চামচ চিলি সস

১ চা চামচ সয়া সস

১ চা চামচ সাদা ভিনেগার

প্রণালী:

১। একটি পাত্রে বাঁধাকপি কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কলি কুচি, ভিনেগার, সয়াসস, কর্ণ ফ্লাওয়ার, ময়দা, লবণ এবং গোলমরিচ গুঁড়ো  দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।

২। এবার এটি ঢাকনা দিয়ে ১০ মিনিট মেরিনেট করে রেখে দিন। এতে সবজি থেকে পানি বের হয়ে যাবে।

৩।  ১০ মিনিট পর সবজিগুলো হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে দিন।

৪। প্রয়োজন হলে আরও ময়দা বা পানি মিশিয়ে নিন।

৫। চুলায় মাঝারি আঁচে তেল গরম করতে দিন। এবার পাকোড়াগুলো তেলে দিয়ে দিন।

৬। বাদামী রং হয়ে এলে নামিয়ে ফেলুন।

৭। পাকাড়ো তৈরির সাথে সাথে চাইনিজ সসটি তৈরি করে ফেলুন।

৮। টমেটো কেচাপ, চিলি গার্লিক সস, সয়া সস এবং ভিনেগার দিয়ে তৈরি করে নিন চাইনিজ সস।

৯। চাইনিজ সস দিয়ে পরিবেশন করুন মজাদার চাইনিজ পাকোড়া।

টিপস

১। বাঁধাকপি মাঝারি আকৃতিতে কেটে নিন।

২। সবজির মিশ্রণে পানি দিবেন না।

৩। মাঝারি আঁচে পাকাড়ো ভাজি করুন।

Leave a Reply