এখন থেকে গুগল ম্যাপে ট্রাফিক সিগন্যাল

নগর জীবনে ট্রাফিক জ্যাম রোজকার ঘটনা। এই যন্ত্রণা থেকে রেহাই দিতে সড়কে নেমে পড়েছে গুগল। গুগল ম্যাপে যোগ হলো ট্রাফিক অ্যালার্ট। এই সেবার মাধ্যমে যানজটের ভোগান্তি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে।

এখন থেকে গুগল ম্যাপে ট্রাফিক সিগন্যাল
এখন থেকে গুগল ম্যাপে ট্রাফিক সিগন্যাল

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ জানিয়েছে, গুগলের ম্যাপে এখন থেকে ট্রাফিক আপডেট পাওয়া যাবে। সড়কে কোথায় কোথায় ট্রাফিক জ্যাম লেগেছে তা জানিয়ে দেবে গুগল। এমনকি বিকল্প কোন সড়কে গেলে জ্যাম এড়ানো যাবে ম্যাপ থেকে তাও জানা যাবে।

শুধু তাই নয়, কোন সড়কে দিয়ে গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে সেটাও জানা যাবে ম্যাপ থেকে।

তবে এই সেবা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং স্যান ফ্রান্সিসকোর বাসিন্দারা উপভোগ করতে পারবেন। গুগল এজন্য ঐ দুটি এলাকার গত এক বছরের সড়কের যানজটের গতিবিধির তথ্য সংগ্রহ করেছে।

Leave a Reply