অ্যাপলের ভাঙা কম্পিউটারের দাম ৯ লাখ ডলার!

apple

অ্যাপলের একেবারে প্রথম দিকের কম্পিউটারগুলোর একটি অ্যাপল-১ নিলামে ৯ লাখ ৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। এটি ছিল আশাতীত একটি মূল্য।

গতকাল বুধবার নিউইয়র্কের একটি নিলামঘরে এটি বিক্রি হয়। কম্পিউটারটি অ্যাসেম্বলি করা হয়নি। এর বিভিন্ন অংশ খোলা।

এই নমুনা বাড়িতে ব্যবহারযোগ্য কম্পিউটারে বিপ্লব ঘটিয়েছিল। ১৯৭৬ সালের এক গ্রীষ্মে ক্যালিফোর্নিয়ার লস আল্টোসে স্টিভ জবসের পারিবারিক গ্যারেজে এই মডেলের ৫০টি কম্পিউটার বানিয়েছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকি। নিলামে বিক্রি হওয়া কম্পিউটারটি সেগুলোর মধ্যে একটি।

এই মডেলটিতে ব্যাপক সফলতার পর স্টিভ জবস ও ওজনিয়াকি আরো ১৫০টি কম্পিউটার তৈরি করেন এবং বন্ধু-বান্ধব ও পাইকারদের কাছে বেচে দেন।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে অ্যাপল-১ এর একটি কম্পিউটার সোথবির নিলামঘরে বিক্রি হয়েছিল ৩ লাখ ৭৪ হাজার ৫০০ ডলারে।

Leave a Reply