অ্যান্ড্রয়েড ফোন চুরি ঠেকাতে গুগলের নতুন ফিচার বাজারে ?

গতকাল থেকে গুগল উন্মুক্ত করেছে ললিপপের নতুন সংস্করণ ললিপপ ৫.১। ললিপপ বাজারে আসার পর থেকে এটিই সবচেয়ে বড় আপডেট। এই আপডেটের একটি অন্যতম ফিচার হল ‘ডিভাইস প্রটেকশন’। অ্যান্ড্রয়েড ফোন চুরির হাত থেকে রক্ষা করতেই এই ফিচার যোগ করেছে গুগল।

এই ফিচারটির মাধ্যমে কেবল গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেই নিরাপদ রাখা যাবে অ্যান্ড্রয়েড ডিভাইস। এর মাধ্যমে ততক্ষণ পর্যন্তই ডিভাইস লকড অবস্থায় থাকবে যতক্ষণ না নির্দিষ্ট সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা না হয়।

এক্ষেত্রে ফোনের ফ্যাক্টরি রিসেটেও কোন কাজ হবে না। বরং ফ্যাক্টরি রিসেট দেওয়া হলেও ফোন আনলক করতে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। আর ফোন আনলক করার ব্যর্থ চেষ্টা করা হলে ফোনটি আদতে ব্রিকড হয়ে পড়বে।

এর আগে একই ধরণের একটি ফিচার যুক্ত করেছিল অ্যাপল। আইওএস ৭ অপারেটিং সিস্টেমে যুক্ত করা ফিচারটির নাম ছিল ‘অ্যাক্টিভেশন লক’। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ৪০ শতাংশ এবং নিউ ইয়র্কে ২৫ শতাংশ আইফোন চুরি কমে যায় এই ফিচার চালু করার পর।

Leave a Reply